নেশামুক্ত হতে কোন সংশোধনাগারে যেতে হয়না। মায়েদের প্রচেষ্টা থাকলে ছেলেমেয়েদের নেশা থেকে দূরে রাখা যায়। শনিবার আগরতলা প্রান্তিক ক্লাবের ৫ দিনব্যাপী প্রান্তিক উৎসব-২০২১’র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথাগুলি বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পূর্বোদয়া সমাজিক সংস্থার সম্পাদক নিতি দেব সহ অন্যান্যগণ।
প্রান্তিক উৎসব-২০২১'র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব আরও বলেন, নেশা পরিবার ও সমাজকে ধ্বংস করছে। যুব সমাজকে এই সর্বনাশা পথ থেকে মুক্ত রাখতে পারেন মহিলারা। মহিলারা পারেন নেশামুক্ত সমাজ গড়তে। তিনি বলেন, নেশার হাত থেকে বাঁচতে হলে ড্রাগসের চেইন নষ্ট করতে হবে এর উৎস ধ্বংস করতে হবে। এই কাজে তিনি ক্লাব ও মহিলাদের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, প্রান্তিক ক্লাবের সভাপতি ডা. প্রদীপ ভৌমিক,ক্লাবের সহ সভাপতি কল্পনা ভৌমিক।প্রান্তিক মেলা-2021 উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরে ১৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৫শে ডিসেম্বর ২০২১