নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
শান্তিই সমৃদ্ধি ও উন্নতি আনতে পারে। পবিত্র বড়দিনে শান্তির বার্তা জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরার ঘরে ঘরে পৌঁছে যাক। শনিবার সদর মহকুমার মরিয়মনগরের শান্তি রাণী ক্যাথলিক চার্চে ভগবান যীশুর জন্মদিনে বড়দিনের কেক কেটে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, ভালো কাজের মধ্য দিয়ে সহজেই সংযোগ তৈরী হয়। ইতিবাচক চিন্তাভাবনা করলেই জীবন সুন্দর হয়। জীবনে সফলতার জন্য দরকার সঠিক পরিকল্পনা। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২১ জানুয়ারি রাজ্যে পূর্ণ রাজ্য দিবসের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের সাথে সাথে ত্রিপুরায় পূর্ণ রাজ্যের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। পূর্ণ রাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানেই ভিশন-২০৪৭'র রূপরেখা তুলে ধরা হবে। ২০২২ থেকে ২০৪৭ সাল পর্যন্ত রাজ্যের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে রাজ্যে কি কি উন্নয়ন কর্মসূচি রূপায়িত হবে তা এই রূপরেখাতে থাকবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ জানুয়ারি আগরতলায় মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মরিয়মনগর শান্তি রাণী ক্যাথলিক চার্চের ফাদার লিনাস।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন অরুন্ধুতীনগরস্থিত ইউনিয়ন ব্যাপটিস্ট চার্চেও বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে ডিসেম্বর ২০২১