আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তৈরি টাটা এয়ার ইন্ডিয়া, যাত্রীদের সুবিধায় ‘১০০ দিনের পরিকল্পনা’

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    দু’মাস আগেই ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে রতন টাটার হাতে ফিরে এসেছে দেশের প্রথম তথা সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এরপর থেকেই নীরবে বিমান সংস্থাটিকে নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে টাটা গোষ্ঠী। তারই অন্যতম পদক্ষেপ উড়ান জগতের মহীরুহ রিডকে সিইও পদে আনা। উড়ান জগতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে রিডের। তিনি ডেল্টা এয়ারলাইন্সের চিফ অপারেটিং অফিসার পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আর এক আন্তর্জাতিক উড়ান সংস্থা ভার্জিন আমেরিকা সংস্থারও সিইও পদে ছিলেন তিনি। এছাড়াও এয়ারবিএনবি-র সহ-প্রতিষ্ঠাতাও বটে। বর্তমানে সার্ফ এয়ার মবিলিটির প্রেসিডেন্ট। টাটা গোষ্ঠীতেও কিন্ত রিড নতুন মুখ নন। গত শতাব্দীর সাতের দশকে তাজ গ্রুপ অব হোটেলস-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

    সিইও ছাড়াও ফিরে পাওয়া সংস্থার অর্থনৈতিক দিকটির দেখভাল নিয়েও বিশেষ ভাবে চিন্তিত ছিল টাটা গোষ্ঠী। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার মুখ্য আর্থিক আধিকারিক হিসাবে নিয়োগ করা হচ্ছে নিপুণ আগরওয়ালকে। নিপুণ বর্তমানে সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। অভিজ্ঞ ভরসার হাতেই বর্তাচ্ছে টাটা এয়ার ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকটি। ফ্রেড রিডের তত্ত্বাবধানে একটি ‘১০০ দিনের পরিকল্পনা’ গ্রহণ করেছে টাটা গোষ্ঠী। এর মাধ্যমে বিমান সংস্থা কীভাবে, কোন পরিষেবা দেবে যাত্রীদের, তার পরিকল্পনা করা হচ্ছে। যাত্রীরা যাতে সর্বোচ্চ পরিষেবা পান, যাতে করে তাঁরা সামান্যতম অভিযোগও না করতে পারেন, তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বদল আনা হচ্ছে মানসিকতায়। জোর দেওয়া হচ্ছে সময়ানুবর্তিতায়।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৭ই ডিসেম্বর ২০২১