আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার তামিলনাড়ুর সব অনুষ্ঠানে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্যের ‘অ্যান্থেম'

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    রাজ্যের জন্য ‘তামিল থাই বাজথু’ নামে ‘অ্যান্থেম’ ঘোষণা করল তামিলনাড়ু সরকার।  ওই গানটি এবার থেকে সমস্ত সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া বাধ্যতামূলক। এমনটাই ঘোষণা করেছে সেরাজ্যের প্রশাসন। সেই সঙ্গে জানানো হয়েছে, গান চলাকালীন কেবল দিব্যাঙ্গরা ছাড়া সকলকেই উঠে দাঁড়াতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় ও সরকারি প্রতিষ্ঠানে ওই গান গাওয়া কিংবা বাজানো বাধ্যতামূলক। কেবল দিব্যাঙ্গদের ছাড় দেওয়া হয়েছে। বাকিদের উঠে দাঁড়াতেই হবে গান চলাকালীন। তামিল ‘মাতা’কে স্মরণ করে তৈরি করা এই গানটি ৫৫ সেকেন্ডের। সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট একটি মামলায় এই গানটি সম্পর্কে মন্তব্য করেছিল, এই গানটি কেবল মাত্র একটি প্রার্থনা সংগীত। এবং সরকারের তরফে এমন কোনও নির্দেশিকা নেই, যেখানে বলা হয়েছে, অনুষ্ঠানের সময় এই গান চালালে বা গাইলে দাঁড়াতে হবে। আদালত পরিষ্কার করে দিয়েছিল, যেহেতু এটা জাতীয় সংগীত নয়, তাই এই গান চলাকালীন দাঁড়ানো বাধ্যতামূলক নয়। অবশেষে রাজ্য সরকার এই গান গাওয়া ও বাজানো বাধ্যতামূলক করা হল। উল্লেখ্য, আরও বেশ কয়েকটি রাজ্যের নিজস্ব অ্যান্থেম রয়েছে। বিহার, ছত্তিশগড়, গুজরাট প্রভৃতি রাজ্যের সঙ্গে এবার জুড়ে গেল তামিলনাড়ুর নামও। তবে সেই গানগুলির কোনওটিই বাজানোর সময় দাঁড়ানো বাধ্যতামূলক নয়।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৭ই ডিসেম্বর ২০২১
     

    3/related/default