Type Here to Get Search Results !

সই " ......... ত্রিপুরা থেকে হেলেন দেব্বর্মা

সই

-----


ও পাড়ার সইলো ও পাড়ার সই 

কাঁটাতারের ধারে আয় মনের কথা কই?

আগে মোদের ঘর ছিল একসাথে,

কিত কিত খেলতাম উঠোনের মাঝে।

হাওয়ায় উড়া উসকো খুসকো চুলে,

দৌড়ে যেতাম রেল লাইনের ধারে।

গাডের পতাকা উড়তো পত পত করে,

হুইসেল বাজিয়ে ট্রেন ছুটত দ্রুত গতিতে। 

দুজনের যোগসূত্র আটপৌর জীবন,

আয় ভেঙে ফেলি কঠিন বাঁধন।

ধুৎ ছাই, এ ঝামেলা ভালো লাগেনা,

প্রতিটা মুহূর্তে কূটনীতি যন্ত্রণা। 

মাছ রাঙা উড়ে আসে এপারে,

নীলকন্ঠ পাখি যায় ওপারে।

নিশিথে ঘন কুয়াশা ভরা মাঠে,

জোনাকি পোকারা জ্বলে ওঠে।

আয় অন্ধকার রাতে ব্যবধান ঘুচিয়ে,

ভালমন্দ কথা বলি মন উজার করে। 

ও পাড়ার সইলো, যেখানেই রাখি পা,

দুজনের সংসারের দৈন্যদশা।

জল নেই, আলো নেই কষ্টে কাটে দিন,

ভর পেট ভাত নেই বাঁচা মূল্যহীন।

চল চল নাচি গাই আমরা দুবোনে,

টপকে পেরোই আজ নিকানো উঠোনে।

দুঃখকে ঝেড়ে ফেলে দুমদাম নাচি,

হাততালি দিয়ে চল খিল খিল হাসি।


- হেলেন দেব্বর্মা, ত্রিপুরা

২২শে জানুয়ারি ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.