Type Here to Get Search Results !

বীতস্পৃহ.... সোনালী রায় বাগচী, ত্রিপুরা

বীতস্পৃহ....


ভাবি , এত মায়া কেন ?

কেন জড়িয়ে থাকে অসংখ্য দুর্লভ সোহাগ 

পাঁজরের আনাচে কানাচে ?

লতার মত পেঁচিয়ে ওঠা বিসদৃশ আবেগে 

কেন গলে যায় কিছু নির্মম হাতিয়ার ? 

বাক্সবন্দী হতে চাই মাঝে মাঝে ।

কফিন হলেও মন্দ নয় ।

কবিতার ছেঁড়া পাতা , 

বইয়ের ভাঁজে শুকিয়ে থাকা গোলাপের পাপড়ি দু'এক খানা , 

সম্বল তো হতে পারে এটুকুই । 

ক্ষতি কি ? 

তবুও জড়িয়ে গেছে অজস্র পাখির পালক ।

ঘুমভাঙ্গা চোখে ঘোর লেগেছে অবেলায় ।

লুকোনো ওম খুঁজতে গিয়ে শীতার্ত হয়েছি কেবল । 

দুহাতে আগলেছি রিক্ত সন্ন্যাসীর শূন্য ভিক্ষাপাত্র । 

একমুঠো রোদের খোঁজে কতবার বিবাগী হবো ?


- সোনালী রায় বাগচী, ত্রিপুরা

২২শে জানুয়ারি ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.