ত্রিপুরা এস সি ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে তপশিলি জাতিভুক্তদের দেশের আর্থিক অবস্থার উন্নতির জন্য সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। সোমবার ৬ জন সুবিধাভোগীকে অটোরিকশা দেওয়া হয়। আর ২৯জন ক্ষুদ্র ব্যবসার জন্য তিন লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। কর্পোরেশনের চেয়ারম্যান রঞ্জিত দাস জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১০৯১ জনকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হয়েছে। তাতে কর্পোরেশনের মোট ব্যয় হয়েছে ২১ কোটি টাকা। তিনি বেনেফিশিয়ারিদের সঠিক সময়ে ঋণ ফেরত দিয়ে পুনরায় ঋণ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩১শে জানুয়ারি ২০২২