Type Here to Get Search Results !

শ্রদ্ধায়-স্মরণে শ্যামসুন্দরের প্রাণপুরুষের প্রয়াণ দিবস ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যের বনেদি স্বর্ণ প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর প্রতিষ্ঠাতা গৌড় চন্দ্র সাহা' ৩০তম প্রয়াণ দিবস পালিত হল গত ৩০ জানুয়ারি। শ্যামসুন্দর-এর প্রকল্প ওয়ারেংবাড়িস্থিত স্বর্ণগ্রামে শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রয়াতকে। আয়োজন করা হয় এক স্বাস্থ্য শিবিরের। শিবিরের স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়। পাশাপাশি কম্বল বিতরণ সহ কোভিড সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে প্রত্যেক পরিবারের জন্য এক মাসের খাদ্য দ্রব্যের আয়োজনসহ গ্রামের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বইপত্র ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শিশুরা যোগব্যায়াম প্রদর্শন করে। পাশাপাশি স্থানীয় কিশোর-কিশোরীদের নৃত্য প্রদর্শন অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেয়। এ ব্যাপারে বলতে গিয়ে প্রয়াতের জামাতা তথা শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন, ১৩ বছর আগে আমরা ওয়ারেংবাড়িতে আদর্শ আদিবাসী গ্রাম স্বর্ণগ্রাম হিসেবে তুলে ধরার প্রকল্পটি হাতে নিয়েছিলাম। এর মূল উদ্দেশ্য ছিল এই গ্রামের সমস্ত বাসিন্দাদের সামগ্রিক জীবনযাপন ও জীবিকার মানোন্নয়ন ঘটানো। এব্যপারে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য রূপকবাবুর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় ত্রিপুরা সরকার, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমকে। পাশাপাশি এর সাথে যুক্ত সকল চিকিৎসক, সেবা কর্মী এবং বাণিজ্যিক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, সকলের মিলিত প্রয়াসে এই গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সুযোগ সুবিধা ও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শিশুরা স্কুলে যাচ্ছে, স্কুলের গন্ডি পেরিয়ে ছাত্র-ছাত্রীরা স্নাতক হচ্ছে এবং এখানকার বাসিন্দারা অন্যত্র সম্মানের সঙ্গে নিজেদের জীবিকা অর্জন করছেন। এদিকে প্রয়াতের কন্যা তথা শ্যামসুন্দর জুয়েলার্স-এর অপর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, স্বর্ণগ্রামে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত। সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক কল্যাণে আমাদের এই প্রচেষ্টা দেখে স্বর্গীয় পিতা অত্যন্ত সন্তুষ্ট হতেন। ভবিষ্যতেও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার জানান শ্রীমতী সাহা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৩১শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.