আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তৃণমূলের ছাত্রনেতাদের এনএসইউআই-তে যোগদান: আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সুদীপ রায় বর্মন এন্ড কোং এবং তৃণমূলের ক'জন রাজ্য নেতৃত্ব কংগ্রেসে যোগ দিতে চলেছেন। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে নাকি তাকিয়ে আছেন তারা। এবার এই জল্পনা আরও উসকে দিল তৃণমূলের ছাত্রনেতাদের এনএসইউআই-তে যোগদান। প্রশ্ন উঠেছে উচ্চস্তরে ছাত্রদের মধ্য দিয়েই কি দলবদলের খেলা শুরু হয়েছে? রবিবার তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে এনএসইউতে যোগ দেয় শেফাল সাহা। তার সঙ্গে আরো কয়েকজন ছাত্রনেতা এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাদের কংগ্রেস ভবনে এনএসইউআই-এর কার্যালয়ে স্বাগত জানান সংগঠনের রাজ্য সভাপতি সম্রাট রায়। নবাগতদের হাতে তিনি এনএসইউআই'র পতাকা তুলে দেন। শেফাল সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই। তাই তারা কংগ্রেসে যোগ দিয়েছেন।

    এদিনের সাংবাদিক সম্মেলনে সম্রাট আরো কয়েকটি ইস্যুতে কথা বলেন। মুখ্যমন্ত্রীর কনভয় কান্ডে দুই ছাত্রকে ট্রাফিক কর্মীর মারধরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। চাকরি থেকে বহিষ্কারের দাবি জানায় তারা। অন‌্যথায় বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়ে দেয়। এদিকে ইকফাই ইউনিভার্সিটির পক্ষ থেকে ২৪ জানুয়ারি থেকে পরীক্ষাসূচির যে ঘোষণা দেওয়া হয়েছে তারও তীব্র নিন্দা জানায় এনএসইউআই। শ্রী রায় বলেন, রবিবার ছুটির দিনে নোটিশ ইস্যু করা হয়েছে। চারিদিকে যেভাবে কোভিদের সংক্রমণ বাড়ছে তাতে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আর উল্টো পথে হাঁটছে ইকফাই কতৃপক্ষ। তারা রাজ্য সরকারের নির্দেশিকা ও কোভিদের গাইডলাইন মানছে না। তাছাড়া এত কম সময়ের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, টিপসের ৩ জন শিক্ষার্থী করোনা পজিটিভ‌। ছাত্রছাত্রীদের মধ্যেও সংক্রমণ বাড়ছে। তাই এই অবস্থায় কতৃপক্ষ যেন পরীক্ষা স্থগিত রাখেন। পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হলে যেন পরীক্ষা নেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে এনএসইউআই-এর অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ই জানুয়ারি ২০২২
     

    3/related/default