ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের ১০৪তম সভা শনিবার সচিবালয়ের ১নং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভায় মুখ্যমন্ত্রী ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের অধীনে বিভিন্ন কাজের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বোর্ডের অধীনে যে সমস্ত নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে তাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। এরফলে নির্মাণ কাজ যেমন কম সময়ের মধ্যে সম্পন্ন হবে তেমনি অর্থনৈতিক দিক দিয়েও লাভবান হওয়া যাবে। এক্ষেত্রে ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের ইঞ্জিনীয়ারদের আগরতলায় লাইট হাউজ প্রকল্পে গৃহ নির্মাণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে তা রাজ্যের বিভিন্ন নির্মাণ কাজে প্রয়োগ করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে কোনও কাজ পারদর্শিতার সঙ্গে সম্পন্ন করতে হলে সঠিক এবং বাস্তবমুখী পরিকল্পনা থাকা প্রয়োজন। ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের অধীনে সমস্ত কাজ সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি কাজের গুণগতমান বজায় রাখতে হবে।
সভায় ত্রিপুরা হাউজিং এন্ড কনস্ট্রাকশন বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা পূর্ত দপ্তরের সচিব কিরন গিত্যে বোর্ডের সর্বশেষ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের নিরিখে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করেন। সভায় এছাড়াও মুখ্যমন্ত্রীর সচিব ড: প্রশান্ত কুমার গোয়েল, পূর্ত দপ্তরের (আর অ্যান্ড বি) চিফ ইঞ্জিনীয়ার দীপক চন্দ্ৰ দাস, পূর্ত দপ্তরের (বিল্ডিং) চিফ ইঞ্জিনীয়ার সঞ্চয়িতা দাস এবং বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ গ্রহণ করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৯শে জানুয়ারি ২০২২