বছরের প্রথম প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার তিনি বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল অফিসে দলীয় কার্যকর্তাদের নিয়ে মন কি বাত অনুষ্ঠান শোনেন। এরপর প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর পূণ্য তিথিতে সারা দেশের বুথে বুথে বিজেপি'র কার্যকর্তা মানকি বাত অনুষ্ঠান শুনেছেন। সরকারিভাবেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মন কি বাত অনুষ্ঠানে বহুবার ত্রিপুরার নাম উঠে এসেছে। এর জন্য মুখ্যমন্ত্রী গর্ববোধ করেন বলে জানান।
মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা এমন একজনকে দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রতি সমর্পিত সাধারণ ব্যক্তিদের প্রচেষ্টাকে সর্বসমক্ষে তুলে ধরে উৎসাহিত করেন। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের নাগরিকরা উৎসাহিত হন। প্রসঙ্গত প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০শে জানুয়ারি ২০২২