আগরতলা পুর নিগম এলাকাকে স্বচ্ছ ও জঞ্জালমুক্ত রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কাজ শুরু করেছে পুরনিগম। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন মেয়র দীপক মজুমদার। সোমবার ত্রিপুরা হোলসেল গ্রসারি মার্চেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য ভবনে সংবর্ধনা দেওয়া হয় মেয়র দীপক মজুমদারকে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। কিছু লোকের সমস্যা হলেও বৃহত্তর স্বার্থের কথা ভেবে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। তাছাড়া শহরের স্বচ্ছতা বজায় রাখা হবে বলে নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মেয়র আরও বলেন, নেতাজি রোড সহ মহারাজগঞ্জ বাজার এলাকায় নর্দমা, জল নিষ্কাশন ইত্যাদি নিয়ে সমস্যা রয়েছে। ব্যবসায়ীরা যেন তা কাউন্সিলরকে জানান। এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মেয়র। তবে দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। এদিন মেয়রের সঙ্গে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্তকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই জানুয়ারি ২০২২