Type Here to Get Search Results !

দেশে অতিমারি কালে অনাথ ১০ হাজার শিশু, বাবা অথবা মাকে হারিয়েছে প্রায় দেড় লক্ষ


 নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশে অতিমারী চলাকালীন ২০২০-র এপ্রিল মাস থেকে ২০২২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত এই দেড় লক্ষ শিশু হয় বাবা অথবা মা কিংবা তাঁদের দু’জনকেই হারিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটি হলফনামা পেশ করে এনসিপিসিআর এই তথ্য জানিয়েছে। এনসিপিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী বাবা-মা দু’জনকেই হারিয়ে অনাথ হয়েছে ১০ হাজার ৯৪ জন শিশু। কোনও একজন অভিভাবকে হারিয়েছে, ১ লক্ষ ৩৬ হাজার ৯১০ জন। এ ছাড়া ঘরহীন হয়েছে ৪৮৮ টি শিশু। এই শিশুদের অধিকাংশেরই বয়স ১৩ বছর বা তার চেয়ে কম। তবে ১৪-১৫ বছর বয়সীও রয়েছে ২২ হাজার ৭৬৩ জন। রাজ্য ভিত্তিক তথ্য মিলিয়ে দেখা গেছে অভিভাবক হারানো এই শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিশু ওড়িশার বাসিন্দা। তারপর যথাক্রমে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত এবং তামিলনাড়ু।

তবে এনসিপিসিআর জানিয়েছে, এই সব শিশুদের অভিভাবকেরা প্রত্যেকেই কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তা নয়, অনেকের অন্য রোগে আক্রান্ত হয়েও মৃত্যু হয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

১৭ই জানুয়ারি ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.