Type Here to Get Search Results !

আমি শুধু আমার জন্য নই, এই চিন্তাভাবনা নিয়ে বড় হতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আমি শুধু আমার জন্য নই, সবার জন্য। এই চিন্তাভাবনা নিয়ে বড় হলে সমাজ তথা দেশ উপকৃত হবে। বুধবার মোহনপুর মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে আয়োজিত এক রক্তদান শিবির এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিবাচক চিন্তাভাবনা করেন বলেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের স্বপ্ন দেখছি। নতুন নতুন স্বপ্ন দেখছি বলেই আমরা নতুন ভারত, নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। তিনি বলেন, নতুন প্রজন্মকে আরও বেশী সচেতন হতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব। আমরা কেউ একা থাকতে পারিনা। তাই আমরা প্রয়োজনে একে অপরের পাশে গিয়ে দাড়াই। বিপদে আমরা যত অন্যের পাশে গিয়ে দাড়াব তত সমাজ সমৃদ্ধ হবে। এক্ষেত্রে রক্তদানের একটা বড় ভূমিকা রয়েছে। বিজ্ঞান অনেক উন্নত হলেও এখনও রক্ত তৈরি করা যায়না। তাই রক্তের প্রয়োজন মানুষকেই মেটাতে হয়। তিনি উদ্যোক্তাদের এধরণের অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ। উল্লেখ্য, মোহনপুর মহকুমা প্রশাসন এবং মহকুমার অন্তর্গত সমস্ত রেশন ডিলারদের উদ্যোগে ও নিবেদন এবং নতুন পৃথিবী সামাজিক সংস্থার সহযোগিতায় জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে আজ এই রক্তদান শিবির এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়া নীলজ্যোতি অনাথ আশ্রমের শিশুদের মধ্যে খাতা, কলম এবং ৫০ কেজি চাল দেওয়া হয়। শিবিরে ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৫ই জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.