আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওমিক্রনে প্রথম মৃত্যু রাজস্থানে, আটদিনে সংক্রমণ বেড়েছে প্রায় সাড়ে ৬ গুণ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    রাজস্থানের এক ব্যক্তির মৃত্যু যে  ওমিক্রনের প্রভাবেই হয়েছে, তা বুধবার মেনে নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানিয়ে দেওয়া হল, গত ৩১ ডিসেম্বর রাজস্থানের ৭৩ বছর বয়সী এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক বলছে, এখনও পর্যন্ত ওমিক্রনে ওই একজনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সেকারণেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, করোনার দু’টি টিকাই নেওয়া ছিল ওই ব্যক্তির। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু কো-মর্বিডিটিও ছিল তাঁর। গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভরতি ছিলেন তিনি। তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় গত ২৫ ডিসেম্বর জিনোম সিকোয়ন্সিং করানো হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে ওই ব্যক্তির শরীরে। গত ৩১ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়েছে।ওমিক্রনের প্রথম মৃত্যুর পাশাপাশি এদিন আরও কয়েকটি উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্র বলছে, গত আট দিনে দেশে পজিটিভিটি রেট ছ’ গুণ বেড়েছে। শুধু মহারাষ্ট্রে পজিটিভিটি রেট চার গুণ বেড়েছে, দিল্লিতে বেড়েছে ন’ গুণ। এই মুহূর্তে দেশের ১৫৬টি জেলায় করোনার পজিটিভিটি রেট ২ শতাংশেরও বেশি। এই মুহূর্তে দেশের ২৮ টি জেলার পজিটিভিটি রেট ১০ শতাংশের উপরে। যা রীতিমতো উদ্বেগের। যে রাজ্যগুলিতে কোভিড সবচেয়ে দ্রুতহারে বাড়ছে সেগুলি হল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড, গুজরাট।


    আরশিকথা দেশ-বিদেশ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ৫ই জানুয়ারি ২০২২
     

    3/related/default