Type Here to Get Search Results !

পূর্ণরাজ্য দিবসে জাতীয় স্বাস্থ্য মিশন, অর্থ ও বন দপ্তরকে চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ডঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সাধারণ প্রশাসনে উল্লেখযোগ্য কাজ করার জন্য এবছর ২১ জানুয়ারি পূর্ণরাজ্য দিবসের ৫০ বর্ষ উদযাপন অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশন, অর্থ ও বন দপ্তরকে চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তাছাড়া সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলা এবং আমবাসা, যুবরাজনগর এবং সালেমা রককে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রশাসনিক ক্ষেত্রে ভাল কাজের জন্য গ্যাজেটেড অফিসার বিভাগে যুগ্মভাবে সিপাহীজলার জেলাশাসক বিশ্বশ্রী বি এবং একই কার্যালয়ের ওসি অরিন্দম দাস, টিআরপিসি লিমিটেডের এমডি প্রসাদ রাও ভি, যুগ্মভাবে সিসিএফ অমিত শুক্লা ও ডিসিএফ এস সূর্য নারায়ণ এবং নন গ্যাজেটেড অফিসার বিভাগে জিএ(এআর) দপ্তরের ওএস সুশীল দেববর্মা, রাজস্ব দপ্তরের কপিয়ার মেশিন অপারেটর তাপস চৌধুরী ও মৎস্য দপ্তরের ফিসারি অ্যাসিস্টেন্ট প্রবীর চাকমাকে চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য মিশনকে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে শিশুদের জন্মগত ৩৮টি শারীরিক ত্রুটি নির্ণয়ের মধ্য দিয়ে শিশুদের জীবনের মান উন্নয়ন করা, অর্থ দপ্তরকে ই-আবগারি ব্যবস্থা চালু এবং বন দপ্তরকে বনায়ণ, জল সংরক্ষণ এবং জলশক্তি অভিযানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য এই পুরস্কার দেওয়া হবে। দপ্তর, জেলা এবং ব্লকগুলিকে পুরস্কার হিসেবে শংসাপত্র ও ট্রফি এবং গ্যাজেটেড ও নন গ্যাজেটেড অফিসার বিভাগে বিজয়ীদের যথাক্রমে ২৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা এবং শংসাপত্র প্রদান করা হবে। জেলা এবং ব্লকগুলিকে পঞ্চায়েত স্তরে রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), স্বচ্ছ ভারত মিশন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন (টিআরএলএম) সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও গ্যাজেটেড অফিসার বিভাগে যুগ্মভাবে জেলাশাসক বিশ্বশ্রী বি এবং সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ের ওসি ডেভেলপমেন্ট অরিন্দম দাসকে জেলার ১৬৮টি গ্রামপঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে সিএসআর ফান্ডের মাধ্যমে ২০ দিনের মধ্যে গ্রামীণ গ্রন্থাগার স্থাপনের জন্য, টিআরপিসি লিমিটেডের এমডি প্রসাদ রাও ভি.-কে ন্যূনতম সহায়ক মূল্য চালু, প্রধানমন্ত্রী বনধন বিকাশ কার্যক্রমে বাঁশের বোতল তৈরী, অর্জুন ফুলের ঝাড়ু তৈরীর জন্য, সিসিএফ অমিত শুক্লা ও ডিসিএফ এস সূর্য্য নারায়ণকে যুগ্মভাবে নতুন কাজের জন্য জিআইএস-এর ব্যবহার এবং অন্য দপ্তরকে ফরেস্ট ইনসিডেন্ট রিপোর্টিং মডিউল অ্যাপের মাধ্যমে বাস্তুতন্ত্রের উন্নয়নে ও অরণ্য জলদর্পণ অ্যাপের মাধ্যমে মৎস্য জলাশয়ের সংখ্যা বৃদ্ধির জন্য এই পুরস্কার দেওয়া হবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৯শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.