দেশজুড়ে ফের হু হু করে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে জারি কড়া বিধিনিষেধ। এই পরিস্থিতিতে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান বাতিল। আগামী ২১ জানুয়ারি মহাজাতি সদনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ট্রাস্টি বোর্ড। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে ট্রাস্টি বোর্ডের সভা হয়। সভায় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, মেয়র ফিরহাদ হাকিম। করোনার প্রভাব কমলে তারপরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান হতে পারে বলে ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিধানসভার সমস্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকও আর হচ্ছে না। বিধায়কদের শিক্ষামূলক পর্যটনও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরশিকথা দেশ-বিদেশ
৪ঠা জানুয়ারি ২০২২