প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের মূল অনুষ্ঠান শুরুর আগে রাজ্যে রূপায়িত বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা- আয়ুষ্মান ভারত, জল জীবন মিশন, দিনদয়াল অন্ত্যোদয় যোজনা- জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, পি.এম কিষাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও সহায়ক মূল্যে ধান ক্রয়ে উপকৃত হয়েছেন এমন ২৬ জন সুবিধাভোগীর সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করতে পেরে রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীগণ অত্যন্ত খুশী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তারা অনেকেই আপ্লুত হয়ে পরেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাথে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা- আয়ুষ্মান ভারত প্রকল্পে উপকৃত রাজ্যের গৌরী রাণী দাস, নিশা রাণী মজুমদার, সুধন দাস ও শিপ্রা দেবনাথ তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জল জীবন মিশনে উপকৃত বধুলক্ষ্মী দেববর্মা, সুচিত্রা দেববর্মা, পায়েল দেববর্মা ও শিল্পী দাস বাড়িতে পানীয় জলের সংযোগ পেয়ে উপকৃত হয়েছেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের খুশীর কথা ব্যক্ত করেন ও কৃতজ্ঞতা জানান। দিনদয়াল অন্ত্যোদয় যোজনা- জাতীয় গ্রামীণ জীবিকা মিশনে উপকৃত মিন্টু সাহা, বিনতা রাণী সিংহ, তাপসী দেবনাথ, মণিকা জমাতিয়া ও আয়েশা বেগম প্রধানমন্ত্রীকে জানান, তারা স্বনির্ভর হয়ে উঠছেন। এজন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মননিধি যোজনায় উপকৃত জিতেন দেববর্মা, বিজয় বীন, টুলটুল দেব বর্ধন ও রতন চন্দ্র দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ প্রকল্পে উপকৃত সন্ধ্যা গৌর, রত্না শীল বিশ্বাস, সুচিত্রা দেববর্মা, মৃদুল সাহা ও চন্দন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করতে পেরে আপ্লুত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় উপকৃত পরমানন্দ সেন ও রতন চন্দ্র দাস মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে তাদের কৃতজ্ঞতা জানান। সহায়ক মূল্যে ধান ক্রয়ে উপকৃত আব্দুল রহিম, আকবর হোসেন ও বিধান চন্দ্র দাস এই কর্মসূচিতে তারা কিভাবে উপকৃত হয়েছেন তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৪ঠা জানুয়ারি ২০২২