Type Here to Get Search Results !

রাজ্যে এখন কৃষক বান্ধব সরকার রয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যে এখন কৃষক বান্ধব সরকার রয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করা ও তাদের স্বাবলম্বী করার জন্য সরকার কাজ করছে। কৃষকদের আয় দ্বিগুণ করার যে চেষ্টা সরকার নিয়েছে তারই একটা অংশ হল কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার উদ্যোগ। বৃহস্পতিবার জিরানীয়াস্থিত মাধববাড়ি খাদ্য গুদামে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির সূচনা করে এ কথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, নতুন সরকার গঠিত হওয়ার পর রাজ্য সরকার প্রথম যে সিদ্ধান্তগুলি নিয়েছিল তার মধ্যে অন্যতম কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা। বছরে দুইবার এখন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। এর ফলে কৃষকরা যেমন উৎসাহ পাচ্ছেন তেমনি কৃষকদের আয়ও বেড়েছে। আজ কৃষকরা তাদের জমি খালি রাখেননা। তিনি জানান, আগে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রি করতে পারতেন। এখন সেটা বেড়ে ৫ মেট্রিক টন করা হয়েছে। কৃষকদের ধান বিক্রি অনেক বেড়েছে। তিনি পিএম কিষাণ, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও আলোচনা করেন।


খাদ্য, জনসংভরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই ধান ক্রয় কর্মসূচি আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত চলবে। প্রতি কেজি ধান ১৯৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য। তাছাড়াও বক্তব্য রাখেন জিরানীয়া কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস। উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৭শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.