আগরতলা পুর নিগম এর অধীন পূর্ণিয়াগ্রাম হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্যোগে গত ২৪ ও ২৭ জানুয়ারি সদর মহকুমা শাসক কার্যালয়ে কোভিড়-১৯ অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তাতে ২৪ জানুয়ারি মোট ৭২ জনের কোভিড-১৯ অ্যান্টিজেন পরীক্ষ করা হয়। এরমধ্যে মোট চার জনের দেহে কোভিড-১৯ জীবাণু পাওয়া যায়। তাছাড়া ২৭ জানুয়ারি মোট ৪৬ জনের কোভিড-১৯ অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এরমধ্যে মোট এক জনের দেহে কোভিড- ১৯ জীবাণু পাওয়া যায়। উক্ত কোভিড-১৯ অ্যান্টিজেন পরীক্ষায় যাদেরকে পজিটিভ পাওয়া যায় তাদেরকে প্রয়োজনীয় ঔষধ দিয়ে হোম আইসোলেশনে থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি উপস্থিত সকলকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফার্মাসিস্ট অম্বিকা দেববর্মা ও বিদ্যুৎ নাথ, এমপিডব্লিও দীপক দেববর্মা ও মৃণালিনী ভৌমিক, এক্সটেনশন এডুকেটর সাবিত্রী রাণী দেবনাথ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৭শে জানুয়ারি ২০২২