ফের চাকরির দাবিতে আওয়াজ তুলল বেকার রেডিওগ্রাফাররা। তাদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দেয়। চাকরির দাবি জানানো হয় দপ্তরের অধিকর্তার কাছে। বেকা রেডিওগ্রাফারদের অভিযোগ ২০১৬ সালের পর থেকে আর কোন রেডিওগ্রাফার নিয়োগ করা হয়নি। অথচ প্রতিবছর ত্রিপুরা থেকে রেডিওগ্রাফাররা পাশ করে বের হচ্ছে। রাজ্যে ছয় শতাধিক বেকার রেডিওগ্রাফার রয়েছে বলে জানান তারা। তাদের প্রশ্ন স্বাস্থ্যসেবাকে স্বাভাবিক রাখতে ল্যাব টেকনিশিয়ান, নার্সিং স্টাফ নিয়োগ করা হলেও রেডিওগ্রাফার কেন হবে না? রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে শীঘ্রই রেডিওগ্রাফার নিয়োগের সিদ্ধান্ত নেবে বলে আশাবাদী বেকার রেডিওগ্রাফাররা।
প্রসঙ্গত, বিভিন্ন হাসপাতালগুলিতে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও নেই রেডিওগ্রাফার। ফলে বাধ্য হয়ে মানুষকে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত অর্থব্যয় করে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই জানুয়ারি ২০২২