আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আইএলএস হাসপাতালে করোনার 'বুস্টার ডোজ' প্রদানঃ আগরতলা

    আরশি কথা

    ।। আরশিকথা, আগরতলা ।।


    দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে 'প্রিকোয়েশন ডোজ' (Precaution Dose) বা 'বুস্টার ডোজ' (Booster Dose)।১২ জানুয়ারি আইএলএস হাসপাতাল, আগরতলাতে হাসপাতালের  স্বাস্থ্যকর্মীদের করোনা টিকার তৃতীয় ডোজ তথা 'প্রিকোয়েশন ডোজ' দেওয়া  হয়েছে।আইএলএস হাসপাতা্‌ল, আগরতলার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার মনোজ কুমার দেবনাথ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এদিন কোভিড বুস্টার ডোজ নিয়েছেন।। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস বা ৩৯ সপ্তাহ অতিক্রান্ত হলেই 'প্রিকোয়েশন ডোজ' দেওয়া যাবে।আগেরবার যদি কেউ কোভ্যাক্সিন নিয়ে থাকে তবে তৃতীয় ডোজের ক্ষেত্রেও সেই টিকাই মিলবে। আর যদি কোভিশিল্ড নিয়ে থাকে তাহলে এবারও সেই টিকাই নিতে হবে সংশ্লিষ্ট টিকা প্রাপককে। এছাড়াও আইএলএস হাসপাতালে ইতিমধ্যেই ১৫ থেকে ১৮ বয়সিদের টিকাকরণ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৩ই জানুয়ারি ২০২২

     

    3/related/default