Type Here to Get Search Results !

বাংলার পর বাতিল তামিলনাড়ুর ট্যাবলো, মমতার পথে হেঁটে মোদিকে চিঠি স্ট্যালিনের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বাংলার পরে বাতিল করা হয়েছে তামিলনাড়ুর ট্যাবলোও। এবার মমতার পথে হেঁটে তামিলনাড়ুর ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান না পাওয়ায় মোদিকে চিঠি দিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এদিন স্ট্যালিন জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে আমি অনুরোধ করেছি, যাতে করে উনি বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে তামিলনাড়ুর ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান করে দেন। এভাবে রাজ্যের ট্যাবলো বাতিল হওয়ায় তামিলনাডুবাসী গভীর ভাবে মর্মাহত হয়েছে।”

গোটা ঘটনায় ক্ষুব্ধ স্ট্যালিন আরও বলেন, এটা তীব্র হতাশজনক যে রাজ্যের প্রখ্যাত কবি, অতীত গৌরব এবং দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে যে ট্যাবলো তা বাতিল করে দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, এমকে স্ট্যালিন দ্বিতীয় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যের ট্যাবলো বাতিল হওয়া নিয়ে মোদিকে চিঠি লিখলেন। এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের সংগ্রামকে থিম করে বানানো বাংলার ট্যাবলো বাতিল হওয়ায় মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি জানিয়ে ছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্র ও ছবিঃ ইন্টারনেট

১৭ই জানুয়ারি ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.