Type Here to Get Search Results !

দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে ই-সেবা কেন্দ্রের পথ চলা শুরুঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে শনিবার থেকে ই-সেবা কেন্দ্রের পথ চলা শুরু হয়েছে। ফলক উন্মোচন ও ফিতা কেটে কার্যালয় প্রাঙ্গণে এই কেন্দ্রের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এবং হাইকোর্ট কম্পিউটার কমিটির চেয়ারপার্সন শুভাশিষ তলাপাত্র। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়। ই-পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করে বিচারপতি শুভাশিষ তলাপাত্র নবাগত আইনজীবীদের অভিজ্ঞ আইনজীবিদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের উপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাধারন লোকজন যাতে বেশি করে আইনী সহায়তা পেতে পারেন সে বিষয়ে সচেতন থাকতে হবে। আইনজীবিদেরকে প্রথমে সাধারণ লোকজনদের কথা গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে হবে। তাদের বুঝিয়ে বলতে হবে এবং তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। তিনি ই-সেবা কেন্দ্র চালু হওয়ায় দক্ষিণ ত্রিপুরার বিচার প্রক্রিয়া আগের থেকে অনেক দ্রুত ও সহজতর হবে বলে আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আশুতোষ পান্ডে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলোনীয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাত দত্ত, সিনিয়র অ্যাডভোকেট বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, মহকুমা শাসক মানিকলাল দাস এবং বিলোনীয়া কোর্টের আইনজীবিরা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বরিষ্ঠ বিচারক উত্তম ঋষি দাস।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৯শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.