Type Here to Get Search Results !

দেশব্যাপী ধর্মঘট ২৮-২৯ মার্চ, চলছে প্রচারাভিযান ঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


১০টি ট্রেড ইউনিয়ন ও ১৭ টি গণ সংগঠনসমূহের ডাকে দেশব্যাপী ধর্মঘট আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হচ্ছে না তার বদলে দেশব্যাপী ধর্মঘট হবে ২৮ ও ২৯ মার্চ। লোকসভার অধিবেশন এবং উত্তর প্রদেশের মত বড় রাজ্যের নির্বাচনের কথা ভেবে ধর্মঘটের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের সিট্যু নেতৃত্বরা। ধর্মঘট সফল করার লক্ষ্যে শনিবার ট্রেড ইউনিয়ন এবং গণ সংগঠনসমূহের জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা হয়।

তাতে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা, কৃষকসভার পশ্চিম জেলা কমিটির সম্পাদক মধুসূদন দাসসহ সিট্যুর নেতৃত্বরা। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি এবং ধর্মঘটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের অভিযোগ এনে এর জন্য সমালোচনা করা হয় কেন্দ্রীয় সরকারের। সেইসঙ্গে ধর্মঘটে সকল অংশের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৯শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.