Type Here to Get Search Results !

বনধ : আগামীকাল অফিসের কাজকর্ম স্বাভাবিক থাকবে : রাজ্য সরকারের নির্দেশিকাঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আগামীকাল ১৭ জানুয়ারি সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দেওয়া হয়েছে। ত্রিপুরা বনধের দিনে রাজ্যের সমস্ত সরকারি অফিস ও ত্রিপুরা সরকারের অধীনস্ত পিএসইউগুলি এবং স্বশাসিত সংস্থা / পর্ষদের কাজকর্ম স্বাভাবিক থাকবে। সরকারি কর্মচারী, ত্রিপুরা সরকারের অধীনস্ত পিএসইউ, স্বশাসিত সংস্থা । পর্ষদের কর্মচারীদের আগামীকাল অফিসে উপস্থিত থাকতে হবে। এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের প্রধান সচিব এক আদেশে এই সংবাদ জানিয়েছেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৬ই জানুয়ারি ২০২২