আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কিটক্যাটের মোড়কে জগন্নাথের ছবি ঘিরে বিতর্ক, ক্ষমা চাইলেন নেস্টলের কর্ণধার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    জনপ্রিয় চকোলেট ‘কিটক্যাটে’র মোড়কে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি ব্যবহার করায় আপত্তি তুলল নেটিজেনদের একাংশ।তাঁদের অভিযোগ, এতে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। অবশেষে ‘অনিচ্ছাকৃত’ ভাবে কারও ধর্মীয় বিশ্বাসকে ক্ষুণ্ণ করার জন্য ক্ষমা চাইতে হল সংস্থার কর্ণধারকে। শিগগিরি ওই ধরনের বিশেষ ভাবে চিত্রিত প্যাকগুলি বাজার থেকে সরিয়ে নেওয়া হবে বলেও কথা দিয়েছেন তিনি। কিন্তু কেন বিতর্ক ঘনাল ওই ছবি নিয়ে? নেটিজেনদের দাবি, যেহেতু এটি একটি খাবারের প্যাকেট, তাই খাবার ফুরিয়ে গেলেই তা ফেলে দেওয়া হবে যত্রতত্র। এর ফলে অবমাননা হবে জগন্নাথ দেব ও বাকি দেবদেবীদের। আর সেই কারণেই এই ছবিগুলি ব্যবহার করা উচিত হয়নি নেস্টলের। স্বাভাবিক ভাবেই এমন বিতর্কে নড়েচড়ে বসে নেস্টলে কর্তৃপক্ষ। সংস্থার কর্ণধার এজন্য ক্ষমা প্রার্থনা করে জানান, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না। গত বছর ওই প্যাকেট প্রথম বাজারে আনা হয়। উদ্দেশ্য ছিল ওড়িশার সংস্কৃতি ‘পট্টচিত্র’কে অনুসরণ করে সেই ডিজাইন প্যাকেটের গায়ে ব্যবহার করা। ওড়িশার সরকারি ট্যুরিজম ওয়েবসাইট থেকেই তাঁরা অনুপ্রেরণা পেয়েছিলেন।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ১৯শে জানুয়ারি ২০২২
     

    3/related/default