মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ

আরশি কথা

প্রভাষ চৌধুরী, বাংলাদেশ,আরশিকথাঃ রাজ্যের তথ্য ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং পূর্ত দফতরের (পানীয় জল ও স্বাস্থ্যবিধান) মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতকালে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে সার্বিক সহযোগিতা এবং বিনিময়কে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি ২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান এস এম আসাদুজ্জামান।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১০ই ফেব্রুয়ারি ২০২২
 

3/related/default