Type Here to Get Search Results !

অদ্ভুত আঁধার" ঃ শ্যামল কান্তি দে, ত্রিপুরা

অদ্ভুত আঁধার"


"" অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,

যারা অন্ধ সব চেয়ে বেশি আজ চোখে দেখে তারা ""'

হ বাবু ঠিক বইলেছিলে ই কথ্যটা

আইজ হামসব প্রতিক্ষন আঁইন্ধার দিখি ৷

লাই চুখে লাই বাবুরা চল্লার জীবনে

রুজি কইরতে চাইলম আইন্ধার ,

আইন্ধার হইল যখ্যন খাওন চাইলম 

ধামসা মাদল তালে সুহাগ লাই

সিখানেও আইন্ধার হইলক ৷

হামদের পরানে কুন প্রেম লাই

সাঁঝ থেইকে বিহানে শুনি 

তহর লিখা শুধু কয়টা শব্দ

ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল, নিষ্করুণ 

দাঙা,খুন ,দল পরিবর্তন ,জাল ভোট

হামদের বাগগান থেইকে রাজপথ তক ৷

হ বাবু অদ্ভুত আঁইধার ইখনও

হামদের কাইছে ছড়াই আছে ৷

লাই বাবু লাই আর লয় কুন কথ্য

তহর সি কবিতাটা ইবার পইড়ব


""আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে

এই বংলায় ''

ইবার থেইকে হাম সব গলা উঁচা কইরে বইলব

অভাব যাতনায় আত্মঘাতী লাই হইবেক

সংগ্রাম শক্তিশালী কইরব ,

আঁইনন্ধার  সিক্ত চোখ লয়

আগুন উজ্বল হক চাইব ৷

চল্লার পথ কাঁটা ছড়ানো

রইক্তে রাঙা হামদের ধূলিকণা ৷

হাতজোড় লাই কইরব , সময়ে লাঠি ধইরব

লিজে অর ব্যবহার লাই হইবেক

আঁইন্ধার কে অতিক্রম কইরেই জয় আইনব ৷

হামসব শ্রমিক মেহনতী মানুষ 

আব্বার আসিলম  ফিরে

ধান সিড়িটির তীরে ই বংলায় ৷


শ্যামল কান্তি দে

ত্রিপুরা


১৭ই ফেব্রুয়ারি ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.