Type Here to Get Search Results !

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর অনন্য প্রয়াস ' সর্বোত্তম- কাল, আজ ও পরশু'

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকারের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তথা উপমহাদেশ। অন্তবিহীন... বড়ো শূন্য শূন্য দিন। ভারতের ইতিহাসে সবচেয়ে সুরেলা কণ্ঠ থেমে যাওয়ার দুঃখ ভোলার নয় কখনোই। তবে এটাও ঠিক তিনি যেন মৃত্যুহীন প্রাণ। চির অমর হয়ে থাকবে তাঁর সব গান। অন্তরকে নাড়িয়ে দিয়ে যাওয়া লতা মঙ্গেশকরের গান আরো কয়েক প্রজন্মকে সমৃদ্ধ করবে। 


এই কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মরণে এক অনন্য প্রয়াস নিয়েছিলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স - ' সর্বোত্তম- কাল, আজ ও পরশু'। 

২১ ফেব্রুয়ারি কলকাতার জিপিওর রটন্ডায়ে এই অনুষ্ঠানের আসর বসেছিলো। লতা মঙ্গেশকরের স্মৃতিতে ' ইন্ডিয়া পোস্ট'  নামে এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ করা হয়, যা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ' সর্বোত্তম সম্মান' - এর অংশ বলা যায়। 

অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবাংলার সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় জে চারুকেশী, কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় নীরাজ কুমার, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী।


জে চারুকেশী এর উদ্যোগে খুশি হয়ে জানান, ' লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তির ওপরে এমন কভার প্রকাশ করতে পারাটা আমার কাছে ভীষণ আনন্দের।' 

অন্যদিকে, শ্যাম সুন্দর  কোং জুয়েলার্স- এর এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমার।  

গৌতম ঘোষের বক্তব্য, ' এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগে সামিল হয়েছি। তবে লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার।'

বিশিষ্ট সংগীত পরিচালক প্রয়াত সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরী আবেগঘন হয়ে জানান, ' বাবার সুর করা অসংখ্য গানে লতা মঙ্গেশকর গেয়েছেন। ওনার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি এখনো উজ্জ্বল। শ্যাম সুন্দর জুয়েলার্স-এর এই উদ্যোগে আমি উচ্ছ্বসিত।'

প্রতিষ্ঠান অধিকর্তা অর্পিতা সাহা জানান, ' আমাদের সংস্থা গুণের কদর করে। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।'

সংস্থার আরেক অধিকর্তা রূপক সাহার কথায়, ' পণ্ডিত বিরজু মহারাজ,  ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা ধন্যসত্যি তিনি সর্বোত্তম- কাল,  আজ ও পরশু।'


আরশিকথা প্রচার-বিনোদন

২৩শে ফেব্রুয়ারি ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.