প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্ত্রী মিলন প্রভা মজুমদার বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মিলন প্রভা মজুমদার।
তিনি ছিলেন একজন সমাজসেবী। একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করতেন তিনি। গত ,৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি আইসিইউ-তে নেওয়া হয়েছিল মিলন প্রভা মজুমদারকে। সেখানেই জীবনযুদ্ধে হেরে যান তিনি। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াতের বাড়িতে গিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির সভাপতি মানিক সাহা, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেবসহ রাজ্য কংগ্রেসের নেতৃত্বরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৭ই ফেব্রুয়ারি ২০২২