আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পদত্যাগপত্র গৃহীত ঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    সুদীপ রায় বর্মন ও আশীস কুমার সাহার বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র গৃহীত হয়েছে। মঙ্গলবার বিধানসভা ভবনে অধ্যক্ষ রতন চক্রবর্তী একথা জানান। সোমবার সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সুদীপ ও আশীষ। অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান তার সেক্রেটারি সবকিছু যাচাই করে দেখেছেন পদত্যাগপত্র গৃহীত না হওয়ার কোনো কারণ নেই। এখন একটি নোটিফিকেশন জারি করে নির্বাচন কমিশনকে জানানো হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কবে, কিভাবে নির্বাচন হবে, জানিয়েছেন অধ্যক্ষ শ্রী চক্রবর্তী।

    প্রসঙ্গত, উপনির্বাচন হলে এখন পর্যন্ত যা তাতে দেখা যাচ্ছে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে। সুরমা,সিমনা, যুব রাজনগর, আগরতলা ও বড়দোয়ালি। বর্তমানে যুব রাজনগরের সিপিএম বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ প্রয়াত হয়েছেন। আর অন্য চারটি কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধিরা অন্য দলে যোগদান করেছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৮ই ফেব্রুয়ারি ২০২২
     

    3/related/default