২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যান্যবারের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে। শিক্ষা দপ্তর এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই দিনটি উদযাপন করা হবে। বৃহস্পতিবার উদযাপন কমিটির বৈঠক হয় শিক্ষাভবনে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পৌরোহিত্য এই বৈঠক হয়। ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহম্মদ সহ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরাও।
শিক্ষামন্ত্রী বৈঠক শেষে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হবে। সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হবে। তারপর অনুষ্ঠান হবে রবীন্দ্রভবনে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষা মন্ত্রী নিজে, তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তপশিলি উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।এদিনের এই বৈঠকে বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান মাতৃভাষা উদযাপন কমিটির পক্ষ থেকে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৭ই ফেব্রুয়ারি ২০২২