আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একুশের শব্দ ...... অভীককুমার দে, ত্রিপুরা

    আরশি কথা

    একুশের শব্দ ......


    ভাষার মাত্র দুটি শব্দ--

    মানুষ আর অমানুষ,

    মাঝে এক বোধ

    নির্মাণ ও ধ্বংসের 

    নেশা, অতীত নয়তো আগামীর।


    ভাষার মাত্র দুটি শব্দ--

    তুমি আর আমি,

    মাঝে গতি, অভিন্ন

    স্পৃশ্য ও অস্পৃশ্য 

    মায়া, লোভ নয়তো ত্যাগে।


    ভাষার মাত্র দুটি শব্দ--

    দুর্বল আর সবল,

    মাঝে শক্তি, এক

    শরীর ও যন্ত্রের

    যন্ত্রণা, আগে নয়তো পরে।


    ভাষার মাত্র দুটি শব্দ--

    জীবন আর মৃত্যু,

    মাঝে শরীর, মিথ্যে

    সরব ও নীরব 

    ঘূর্ণি, আলোয় নয়তো আঁধারে।


    একটি অনুভবের ভেলা রক্তে ভেসে যখন

    রক্তপাত আর নয়।

    দুটি শব্দ একুশের হয়ে বেঁচে থাক।

    অভীককুমার দে

    ত্রিপুরা,আগরতলা

    ২১শে ফেব্রুয়ারি ২০২২

     

    3/related/default