Type Here to Get Search Results !

বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড়কে হারালেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় এই অঘটন ঘটিয়েছেন তিনি। কালো রংয়ের ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। ৩৯তম চালেই তিনি হারিয়ে দেন কার্লসেনকে। তার আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। কিন্তু ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টারের কাছে থমকে গেল তাঁর দৌড়। আট রাউন্ডের শেষে আট পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে ১২ নম্বর স্থানে রয়েছেন তিনি। প্রতিযোগিতায় এমনিতেই মোটামুটি খেলছেন প্রজ্ঞানন্দ। তার আগে লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে জিতেছিলেন তিনি। দু’টি ড্র এবং চারটি ম্যাচ হেরেছেন তিনি। অনীশ গিরি এবং কুয়াং লিয়েম লে-র বিরুদ্ধে ড্র করেছেন। হেরেছেন এরিক হানসেন, ডিং লিরেন, জান-ক্রিস্টোফ ডুডা এবং শাখরিয়ার মামেদিয়ারভের কাছে। কিছু দিন আগে অল্পের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন। তাঁর পয়েন্ট ১৯।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২১শে ফেব্রুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.