আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হকারদের পাশে দাঁড়িয়ে রাস্তায় নামল সিটুঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগরতলা পুর নিগম যেভাবে হকার উচ্ছেদ করছে তাতে বেজায় ক্ষুব্ধ সিটু। তাদের দাবি আগে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। বিকল্প ব্যবস্থা না করে যেন হকারদের উচ্ছেদ না করা হয়। তাছাড়া যে সমস্ত হকারদের লাইসেন্স হয়নি তাদের লাইসেন্স করার সুযোগ করে দিতেও দাবি তোলে সিটু।


    শনিবার এই দাবিকে সামনে রেখে আগরতলায় প্রতিবাদ মিছিল করে তারা। একই সঙ্গে পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ করারও দাবি তোলা হয়। এদিন সিটু'র রাজ্য কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপর ডেপুটেশন দেওয়া হয় পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে।
    এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি পুর কর্তৃপক্ষের হকার উচ্ছেদ নীতির তীব্র সমালোচনা করেন। দাবি করেন বামফ্রন্টের আমলে প্রচুর বিপনী বিতান গড়া হয়েছে। পুনর্বাসন না দিয়ে কোন হকারকে উচ্ছেদ করা হয়নি। আর এখন সরকার সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। শ্রী দত্তের বক্তব্য, বর্তমান সরকার মানুষকে রোজকার দিতে পারছে না।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৯শে ফেব্রুয়ারি ২০২২
     

    3/related/default