যে দল দিয়ে রাজনৈতিক জীবন শুরু, সেই দলে ফিরে গেলেন সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। সুদীপের কথায়-নিজের ঘরে ফিরতে পেরে শান্তি লাগছে। পাপ করেছিলেন। পাপ যেহেতু করেছেন প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হবে। মঙ্গলবার সকালে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে যান সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। সেখানে আসেন প্রিয়াঙ্কা গান্ধীও।
রাহুল ও প্রিয়াঙ্কার উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দেন এরা। ফটোসেশনেও অংশ নেন। ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং গোপাল রায়ও। সুদীপ এদিন আরো বলেন, ত্রিপুরায় সম্পূর্ণভাবে গুন্ডাগিরি চলছে। প্রকাশ্যে লুটপাট চলছে। মানুষকে ধমকানো হচ্ছে। মারধর করা হচ্ছে।ত্রিপুরায় সংবাদমাধ্যমের ওপর কি চলছে তা নিয়েও এদিন ন্যাশনাল মিডিয়ার সামনে বলেন, সাংবাদিকদের মারধর করা হচ্ছে। খবরের শিরোনাম কি হবে, কোন ছবি যাবে, কোনটা যাবে না সবকিছু ঠিক করে দিচ্ছেন বিহারের একজন লোক। সুদীপ বলেন, ২০২৩-এ ত্রিপুরায় কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করা তার কাজ। কথাগুলো বলার সময় সুদীপের সঙ্গেই ছিলেন আশীষ কুমার সাহা ও পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং এআইসিসি'র অন্যান্য নেতৃত্বরা। তারাও সুদীপের প্রতিটি কথায় মাথা নেড়ে সায় দেন। সুদীপ ও আশীষকে পেয়ে ত্রিপুরা নিয়ে বেশ উজ্জীবিত এআইসিসি নেতৃত্ব।এদিন দিল্লিতে এআইসিসি'র পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুদীপ,আশীষ,বীরজিৎ ও গোপাল ছিলেন। পুরনো নেতৃত্বরা দলে ফিরায় সভাপতি তাদের স্বাগত জানান।
আরশিকথা দেশ-বিদেশ
৮ই ফেব্রুয়ারি ২০২২