Type Here to Get Search Results !

লতা মঙ্গেশকরের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সঙ্গীত জগতের কিংবদন্তি নক্ষত্র, সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, দেশ একজন অসাধারণ সঙ্গীত ব্যক্তিত্বকে হারালো। ৩৬ টিরও বেশি ভাষায় তাঁর অজস্র গান আপামর বিশ্ববাসীকে গত আট দশকেরও বেশি সময় ধরে বিমোহিত করে রেখেছে। বরেণ্য এই শিল্পী চিরকাল বেঁচে থাকবেন তাঁর অমৃতময় সুধাকণ্ঠ এবং সুরের মূর্ছনায়। বিশ্ব হারালো এক বিস্ময়কর সঙ্গীত সাধককে। ভারতরত্ন সহ দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মানে ভূষিতা কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী ও সুরসাধক আমাদের আগামী প্রজন্মের কাছে চির উজ্জ্বল হয়ে থাকবেন। মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত লতা মঙ্গেশকরের শোক সন্তপ্ত পরিবার পরিজন ও অগণিত গুণমুগ্ধদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বরেণ্য এই শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৬ই ফেব্রুয়ারি ২০২২