মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ
আরশি কথাফেব্রুয়ারী ০৩, ২০২২
0
প্রভাষ চৌধুরী,বাংলাদেশ,আরশিকথাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাতকালে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেন তারা।
মুখ্যমন্ত্রী ও সহকারী হাইকমিশনার সামনের দিনগুলোতে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছেন বাংলাদেশ দূতালয়ের প্রথম সচিব এস. এম. আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী।