মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ
আরশি কথা
ফেব্রুয়ারী ০৩, ২০২২
প্রভাষ চৌধুরী,বাংলাদেশ,আরশিকথাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাতকালে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যকার সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেন তারা।
মুখ্যমন্ত্রী ও সহকারী হাইকমিশনার সামনের দিনগুলোতে বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছেন বাংলাদেশ দূতালয়ের প্রথম সচিব এস. এম. আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী।