Type Here to Get Search Results !

ডা: মানিক সাহা ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যসভার একমাত্র আসনে অনুষ্ঠিত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডা: মানিক সাহা জয়লাভ করেছেন। তিনি সিপিআই(এম) দলের প্রার্থী ভানুলাল সাহাকে ২৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। রাজ্য বিধানসভার লবিতে অনুষ্ঠিত এই ভোটদান প্রক্রিয়া ব্যালট পেপারের মাধ্যমে করা হয়।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার সদস্য সদস্যাগণ, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা সহ মোট ৫৫ জন বিধায়ক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এই ৫৫টি ভোটের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডা: মানিক সাহা পেয়েছেন ৪০টি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভানুলাল সাহা পেয়েছেন ১৫টি ভোট।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৩১শে মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.