মন্ত্রিসভার প্রথম বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরির প্রস্তাব পাশ করল ভগবান্ত মানের নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার। এই ২৫ হাজার নিয়োগের মধ্যে ১০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে পাঞ্জাব পুলিশে, বাকি ১৫ হাজার শূন্যপদ পূরণ করা হবে পাঞ্জাব সরকারের অন্যান্য দপ্তরে। এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রীর অফিসের তরফে বিবৃতিতে বলা হয়, “এই ঐতিহাসিক সিদ্ধান্তে চাকরি পাবেন রাজ্যের যুবকরা। স্বচ্ছ এবং মেধা-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হবে। যার ফলে কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে।” বিবৃতিতে আরও বলা হয়, “মোট ২৫ হাজার পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১০ হাজার পাঞ্জাব পুলিশে, বাকি ১৫ হাজার পদ রয়েছে অন্যান্য দপ্তরে। আগামী এক মাসের মধ্যে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
১৯শে মার্চ ২০২২