Type Here to Get Search Results !

পাঁচ বছরে প্রায় সাড়ে ১৩ হাজার কোটির ঋণ চাপাচ্ছে বিজেপি : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যের বাজেটের সমালোচনায় মুখর হল প্রদেশ কংগ্রেস। তাদের মতে এই বাজেটে রাজ্যবাসীর উপর করের বোঝা আরো বড় আকারে চাপছে।শনিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে গোপাল চন্দ্র রায় এই কথাগুলি বলেন। তিনি প্রতিবছরের তথ্য দিয়ে বলেন কিভাবে বিজেপি সরকার রাজ্যবাসীর উপর ঋণের বোঝা চাপাচ্ছে। প্রথম বছরের ঋণ ছিল ১,৯৯৩ কোটি টাকা। বিজেপি সরকারের আমলে দ্বিতীয় বছরে ঋণ ছিল  ২,৪৩০ কোটি টাকা। তৃতীয় বছরে ২,১৮৮ কোটি টাকা। আর ২০২১-২২' অর্থবছরের ঋণ করে ৩,৪৯৩ কোটি ৯৮ লাখ টাকা। ২০২২_২৩' অর্থ বর্ষের জন্য ঋণের প্রস্তাব ৩,৩৫৬ কোটি টাকা। সব মিলিয়ে পাঁচ বছরে বিজেপি সরকার রাজ্যবাসীর কাঁধে ঋণ চাপাচ্ছে প্রায় ১৩,৪৬১ কোটি টাকার। বিজেপি সরকার ত্রিপুরাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন গোপাল বাবু।

তিনি বলেন এবার ৫৬৯ কোটি ৫২ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। বাজেটে যা বলা হয়েছে তা মরুভূমিতে মরীচিকা ছাড়া কিছুই না। নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই বাজেট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি সরকারের এই বাজেট রাজ্যবাসীর সর্বনাশ করবে বলে মন্তব্য করেন তিনি। এই সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে না বলে অভিযোগ করেন। তিনি বলেন, কোভিডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত একটি পরিবারকেও ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়নি। ১০৩২৩ শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে বলেছিল। কিন্তু দেখা যায় তাদের সমস্যার সমাধান তো হয়নি, উল্টো চাকরি চলে যাওয়ার পর এখন পর্যন্ত মে ১২৯ জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকেও কোনরকম সাহায্য করা হয়নি। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। আর এখন বিভিন্ন দপ্তরে চাকরির দরজা বন্ধ করে রাখা হয়েছে। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরও এ ধরনের নানা প্রতারণার অভিযোগ এনেছেন। গোপালবাবু দাবি করেন মানুষ এই সরকারের ছলচাতুরি বুঝে গেছে। তাই রাজ্যের ৯০ শতাংশ মানুষ জনবিরোধী এই সরকারের সঙ্গে নেই। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবে। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের মিডিয়া সেল ইন-চার্জ মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্যিও ছিলেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৯শে মার্চ ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.