Type Here to Get Search Results !

১৬ই মার্চ ভগৎ সিংয়ের গ্রামে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে একেবারে বিপুল জনাদেশ নিয়ে এবার পঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পালা। ভগবন্ত মান এবার বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠন করার ব্যাপারে জানিয়ে এসেছেন ভাবী মুখ্য়মন্ত্রী। ১৬ই মার্চ দুপুর সাড়ে ১২টা মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। আর সেই শপথগ্রহণের অনুষ্ঠান হবে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানে। খোদ ভগবন্ত মানই জানিয়েছেন একথা। তিনি জানিয়েছেন, ‘আমি রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। সরকার গঠনের দাবি জানিয়েছি তাঁর কাছে। কখন শপথগ্রহণ করতে চাই সেটা জানানোর জন্য তিনি বলেছেন। এটা ভগৎ সিংয়ের গ্রামেই হবে।’ এর সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। যা আগে কোনওদিন নেওয়া হয়নি।’ তিনি বলেন, 'পঞ্জাবের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেদিন আসবেন ওই অনুষ্ঠানে। তাঁরা ভগৎ সিংকেও শ্রদ্ধা জানাবেন। আমরা ভালো ক্যাবিনেট পাব। ঐতিহাসিক সিদ্ধান্ত নেব। এজন্য একটু অপেক্ষা করতে হবে।' এদিকে এবার অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের জুটি বাজিমাত করেছে পঞ্জাবে। আর শুক্রবারই ভগবন্ত মানকে বিধানসভার নেতা মনোনীত করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানে। 


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৩ই মার্চ ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.