বিপুল জনাদেশ পেয়ে এবার উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরছেন যোগী আদিত্যনাথ। দুদিনের সফরে দিল্লিতে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ। এনিয়ে টুইটও করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন , উত্তরপ্রদেশে ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন যোগী আদিত্যনাথ। আগের দিন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, বিজেপির সাধারণ সম্পাদক( সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে দেখা করেছেন তিনি। দ্বিতীয়বার উত্তরপ্রদেশে মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসার আগে তিনি দেখা করলেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। নানা বিষয়ে আলাপ আলোচনা সারেন তিনি। সরকার তৈরির নানা দিক নিয়েও তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দ্বিতীয়বারের জন্য মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসে স্বাভাবিকভাবেই দলের অন্দরে তাঁর গ্রহণযোগ্যতা কার্যত প্রশ্নাতীত। মঠের মোহন্ত থেকে একেবারে মুখ্যমন্ত্রীর চেয়ার, যোগী আদিত্যনাথকে ঘিরে এক চমকপ্রদ উত্থান দেখেছিল গোটা দেশ। সেই যোগী আদিত্যনাথ ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে। স্বাভাবিকভাবেই গোটা দেশের নজর তাঁর দিকে। প্রসঙ্গত এবার যোগী আদিত্যনাথ ১, ০৩, ৩৯০ ভোটে জয়ী হয়েছেন।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্র ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৩ই মার্চ ২০২২