৩৬৪ দিন সমান্তরালভাবে চলতে চলতে ক্লান্ত,
বাতাস,রোদ,বসন্ত,শীত এরাও প্রতিনিয়ত চলছে।
হঠাৎ করে ৮ই মার্চ নামক শব্দ জন্ম নিল দেশে-
সেদিন মা,বোন,পত্নীসহ গোটা নারীজাতির দিন
আমরা আনন্দে,ব্যক্তিত্ব প্রতিষ্ঠায় পালন করছি তা-
তাদেরকে নিয়ে সবাই ভাবা শুরু করি এই দিনেই,
তবে প্রশ্ন একটাই আদৌ কি তারা সুরক্ষিত?
কই এরা দেখি আজকাল প্রায় প্রতিদিনই লাঞ্ছিত!
কুনজর,লোভ,লালসা এগুলো আজ ব্যস্ত,-
নারী নামক পবিত্র প্রানকে অশুদ্ধ করতে।
যেদিন এই দোষ-ত্রুটি আমরা জলাঞ্জলি দেব,
সেদিন না হয় প্রকৃত "নারী দিবস" পালন করব।।
- রাহুল শীল , ত্রিপুরা
৮ই মার্চ ২০২২