আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রথমবার সুইস ওপেন চ্যাম্পিয়ন হলেন সিন্ধুঃ আরশিকথা দেশ-বিদেশ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মাত্র ৪৯ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে সুইস ওপেন চ্যাম্পিয়ন হলে গেলেন পিভি সিন্ধু। প্রথমবার এই টুর্নামেন্টে খেতাব জিতলেন তিনি। গত জানুয়ারিতে সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার সুপার ৩০০ খেতাব জিতলেন তিনি। এদিন বাসেলের সেন্ট জ্যাকবসেল এরিনায় মহিলা সিঙ্গলসের ফাইনালে থাইল্যান্ডের বুসানন অংবামরুঙ্গফানের মুখোমুখি হয়েছিলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী তারকা। শুরু থেকেই সেয়ানে-সেয়ানে চলে টক্কর। প্রথম গেমের শুরুতেই ৩-০ এগিয়ে যান সিন্ধু। তবে নাছোড়বান্দা লড়াই করেন বুসাননও। ৩-৩ সমতা ফেরান তিনি। ৯-৯ পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি যুদ্ধ। তবে তারপরই দু’পয়েন্ট পকেটে ভরে এগিয়ে যান সিন্ধু। ২১-১৬ ব্যবধানে প্রথম গেম জেতেন তিনি। দ্বিতীয় গেমে অবশ্য থাই তারকাকে ঘুরে দাঁড়ানোর বিশেষ সুযোগই দেননি সিন্ধু। ২১-৮ গেম জিতে খেতাব নিশ্চিত করে ফেলেন। ১৭ বারের সাক্ষাতে এই নিয়ে বুসাননকে ১৬বারই হারালেন সিন্ধু। স্ট্রেট গেমে ফাইনাল জিতে স্বভাবতই উচ্ছ্বসিত হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। প্রথমবার সুইস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নপূরণ হল তাঁর।


    তথ্যসূত্রঃ ইন্টারনেট


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৭শে মার্চ ২০২২
     

    3/related/default