মোহনপুর মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মোহনপুর ব্লকের মোহিনীপুর পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে সোমবার মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিমের আওতায় আশি বছরের বেশি বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ এবং রেশন সামগ্রী প্রদানে সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার প্রমুখ। এরপর শিক্ষামন্ত্রী মোহনপুর ব্লকের রাঙ্গাছড়া পঞ্চায়েতের অন্তর্গত দেবাপুর গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের সুবিধাভোগী সুমতি দেববর্মার নবনির্মিত ঘরের যাত্রা করেন।
তিনি বলেন, মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। পৃথিবীর সব কাজই মানুষ করেছে। তিনি একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্য সরকার গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছে। এর ফলেই দেবাপুর গ্রাম বর্ধিষ্ণু গ্রামে পরিণত হয়েছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৮শে মার্চ ২০২২