তিন বছর ধরে এক টাকার কয়েন জমিয়ে জমিয়ে একেবারে দামি একটা বাইক কিনে ফেলল তামিলনাড়ুর সালেমের এক যুবক। বিন্দু বিন্দুতে সিন্ধু করে একেবারে সব টাকার কয়েন দিয়ে ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে তাঁর স্বপ্নের প্রিয় বাইক কিনে ফেলল সেই যুবক। বাইকের শো রুমে সে পুরো ২ লক্ষ ৬০ হাজার খানা এক টাকার কয়েন নিয়ে গেল। প্লাস্টিকে মোড়া আড়াই লক্ষাধিক এক টাকার কয়েন ঢালা হয় বাইকের শো রুমের মেঝেতে। তারপর শো রুমের সবাই ভাগ করে গুণতে লাগল কয়েন। এতগুলো কয়েন গোণা তো আর মুখের কথা নয়। পুরো দশ ঘণ্টা ধরে সেই যুবকের কয়েন গণনা শেষ হওয়ার পর তাকে বাইকের চাবি তুলে দেওয়া হয়। এক টাকার কয়েনও যে ফেলনা নয়, সেটা প্রমাণ হল।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
আরশিকথা দেশ-বিদেশ
২৮শে মার্চ ২০২২