আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক এক্সপোয় অংশ নিচ্ছে ত্রিপুরার স্টার্ট আপ সংস্থা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক এক্সপোয় অংশ নিচ্ছে ত্রিপুরার স্টার্ট আপ সংস্থা। গত ২০২১ সালের ১ অক্টোবর থেকে দুবাইতে শুরু হয়েছে আন্তর্জাতিক এক্সপো। এই এক্সপো চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এই আন্তর্জাতিক এক্সপোয় অংশ নিচ্ছে ভারতও। দেশের বিভিন্ন রাজ্যও আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণ করছে। এবার ৪ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ভারতীয় প্যাভিলিয়নে উত্তর পূর্বের রাজ্যগুলি তাদের নিজস্ব সামগ্রী প্রদর্শন করবে।

    ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের (টিআইডিসি) চেয়ারম্যান টিংকু রায় সোমবার শিল্প নিগম ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন। সাংবাদিক সম্মেলনে টিআইডিসি'র চেয়ারম্যান আরও জানান, একটা সরকারি চাকরি শুধু একটা পরিবারকে স্বনির্ভর করে তুলতে পারে। কিন্তু একজন সফল উদ্যোগপতি আরও অনেককে স্বনির্ভর করতে পারেন এবং এগিয়ে নিয়ে যেতে পারেন। ত্রিপুরাতেও অনেক কিছু করা সম্ভব। ত্রিপুরাতে অনেক সম্পদ রয়েছে। সেই সাথে রয়েছে দক্ষ কর্মী। কোনও দিক দিয়েই এখন পিছিয়ে নেই রাজ্য। সমানতালে এগিয়ে চলেছে রাজ্য। তিনি বলেন, কোভিডের সময় স্টার্ট আপ সংস্থা সম্পর্কে উৎসাহ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এতে এগিয়ে এসেছেন বিভিন্ন অংশের মানুষ। রাজ্যের ছেলেমেয়েরাও স্টার্ট আপ সংস্থা গড়ার উপর গুরুত্ব দিয়েছে। টিআইডিসি চেয়ারম্যান জানান, রাজ্যের প্রত্যেকটি সেক্টরে উৎপাদন বেড়েছে। গোড়াতেই ছোট ছোট স্টার্ট আপ সংস্থা গড়ে তোলার উপর নজর দিতে হবে। উৎপাদন ক্ষমতা বাড়লে এমনিতেই রপ্তানির প্রবণতাও বাড়বে। ২০১৮ সালের আগে রাজ্য থেকে ৮/৯ কোটি টাকার পণ্য রপ্তানি হতো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন রপ্তানির অঙ্ক ছুঁয়েছে প্রায় ২০০ কোটি। এবারই প্রথমবারের মতো রাজ্যের ‘আইলোজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড' নামে একটি স্টার্ট আপ সংস্থা দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। যা রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের। এই সংস্থাটি জল ও বিদ্যুৎ সংরক্ষণের উপর দুটি ডিভাইস তৈরি করেছে। যা খুবই সময়োপযোগী বলে জানিয়েছেন টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায়। তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাফল্যও তিনি কামনা করেন। রাজ্য সরকারের সহায়তায় সংস্থার দুই প্রতিনিধি রাজ্য থেকে মেলায় অংশগ্রহণ করছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইলোজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড সংস্থার দুই কো-ফাউন্ডার অভিষেক ধর ও দেবাশিস ধর। দুবাইয়ে গিয়ে বিভিন্ন দেশের সংস্থার প্রতিনিধিদের সাথেও তারা বিনিয়োগ সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তারা। এর পাশাপাশি তাদের হাতে তৈরি প্রডাক্ট সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ধরেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৭ই মার্চ ২০২২
     

    3/related/default