Type Here to Get Search Results !

বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার খরচ কমাল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ



দেশের মেডিক্যাল পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে বেসরকারি মেডিক্যাল কলেজগুলির  অর্ধেক আসনে সরকারি কলেজের হারে ফি নেওয়া হবে। সোমবার টুইট করে একথা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর পিএমও। উল্লেখ্য, ইউক্রেনের শহরে রুশ হানায় প্রাণ হারিয়েছেন মেডিক্যালের ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানাগোদার। নবীনের বাবা অভিযোগ করেছিলেন, এমবিবিএসের প্রবেশিকা পরীক্ষায় ভাল নম্বর পেলেও দেশে ডাক্তারি পড়ার সুযোগ পাননি নবীন। তিনি অভিযোগ করেছিলেন, এদেশে বেসরকারি কলেজে মেডিক্যাল পড়তে হলে কোটি টাকা ডোনেশন দিতে হয়। এরপর এদিনের কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলেই। পাশাপাশি সরকার মনে করছে, নয়া সিদ্ধান্তের ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পড়ুয়ারা উপকৃত হবে।পিএমও-এর টুইটে দাবি করা হয়, কিছুদিন আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সরকার। সোমবার জন ঔষধি দিবসে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, “কিছুদিন আগে সরকার আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার সুবিধা পাবে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পড়ুয়ারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি বেসরকারি মেডিক্যাল কলেজের অর্ধেক আসনে সরকারি মেডিক্যাল কলেজের ফি নেওয়া হবে।” এছাড়াও নিজের ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার এতগুলি দশক পরেও দেশে একটি মাত্র এইমস ছিল। কিন্তু আজ দেশে ২২টি এইমস রয়েছে। মোদি জানান, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে মেডিক্যাল কলেজ খোলার লক্ষ্য রয়েছে সরকারের। এদিকে জানা গিয়েছে, আগামী শিক্ষবর্ষ থেকেই কেন্দ্রের নয়া সিদ্ধান্ত কার্যকর হবে।


আরশিকথা দেশ-বিদেশ

৭ই মার্চ ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.